স্বাস্থ্য ভবনের সামনে কর্মবিরতিতে বসে থাকা জুনিয়র ডাক্তারদের উপর যে কোনও সময়ে হামলা হতে পারে। একটি অডিও ক্লিপ প্রকাশ করে এবার এই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। কুণালের অভিযোগ, বাম এবং অতি বাম মিলে জুনিয়র ডাক্তারদের উপর এই হামলা চালাতে পারে। তাঁর দাবি, এই ঘটনায় দায় চাপানো হবে বাংলার শাসক দলের উপরে।
কুণালের এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি, আন্দোলন থেকে নজর ঘোরাতেই শাসক দলের পক্ষ থেকে এই ধরণের আজগুবি গল্প তৈরি করা হচ্ছে। তৃণমূল নেতাকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কার্যত হুঁশিয়ারির সুরেই শুভেন্দু জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের গায়ে একবার হাত দিয়ে দেখাক। কার সাহস আছে, তিনিও দেখে নেবেন।
শুক্রবার সকালেই নিজের ফেসবুক থেকে একটি পোস্ট করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বেশ কয়েকজন বিজেপির যুবনেতা ছবিও পোস্ট করেছিলেন। বিকেলেই তিনি পোস্ট করলেও একটি অভিও ক্লিপ। যে ক্লিপ প্রকাশ করে তাঁর আশঙ্কা, জুনিয়র ডাক্তারদের উপর হামলা হতে পারে।