পুলিশি অভিযান ঠিক নয়। এতে নেতিবাচক প্রভাব পড়বে। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির (Koustav Bagchi) গ্রেফতারি নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। পাশাপাশি জানালেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা ঠিক হয়নি। কিন্তু যেভাবে মধ্যরাতে কংগ্রেস নেতার বাড়িতে পুলিশ হানা দিয়ে গ্রেফতার করেছে, তার নিন্দাই করলেন তৃণমূল নেতা।
শুক্রবারই তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন কৌস্তভ বাগচি। এরপরই রাত ৩টের সময় তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতেও তোলা হয়। কুণাল ঘোষ পুলিশি হানার বিরোধিতার পথেই হাঁটলেন। সজল ঘোষের কথাও মনে করিয়ে দেন কুণাল ঘোষ।
আরও পড়ুন: সংশোধনাগার থেকে ছাড়া পেলেন নওশাদ সিদ্দিকী, মুখ খুললেন কৌস্তুভ বাগচীর গ্রেফতারি নিয়েও
পুলিশি অভিযানের পদ্ধতি ভুল ছিল বলে জানান কুণাল ঘোষ। তিনি ফেসবুকে লেখেন, "কৌস্তভ অন্যায় করেছে। ওর অপরিণত, অসৌজন্য কথার প্রবণতা আছেই। কিন্তু তা রাজনৈতিক ভাবে আমাদের ছাত্রযুবরা জবাব দিতে পারত। পুলিশি অভিযান ঠিক হল না। এতে নেতিবাচক প্রভাব পড়বে।"