সারদা কেলেঙ্কারির প্রথম মামলা থেকে বেকসুর খালাস পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে গ্রেফতার করা ঠিক হয়নি বলে জানাল আদালত। বৃহস্পতিবার MP-MLA বিশেষ আদালতের বিচারপতি মনজ্যোতি ভট্টাচার্য এই নির্দেশ দেন। তিনি জানান, যে কারণ দেখিয়ে কুণালকে গ্রেফতার করা হয়েছিল, তা ঠিক নয়।
২০১৩ সালের এপ্রিলে সারদা কেলেঙ্কারির (Sarada Scam) কথা প্রকাশ্যে আসে। ২৩ এপ্রিল কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে। সারদা পরিচালিত সংস্থায় কাজ করতেন কুণাল ঘোষ। ২৩ নভেম্বর কুণাল ঘোষকে গ্রেফতার করে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। এরপর পুলিশি হেফাজতে থাকাকালীন একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। সেই সব মামলা থেকে এখনও অব্যাহতি পাননি কুণাল ঘোষ। তবে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় প্রথম মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কুণালকে।
আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় সম্পত্তির নথির খোঁজে শান্তিপ্রসাদের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের
পুলিশের দাবি ছিল, সারদার টাকা অপব্যবহার করা হয়। ষড়যন্ত্রের অভিযোগ তুলে ১২০বি ধারায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। সম্প্রতি একটি ডিসচার্জ পিটিশন ফাইল করেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। সেই নিয়ে শুনানি হয়। সরকারি আইনজীবী আদালতকে জানান, সুদীপ্তের সঙ্গে কুণাল ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারেন, সেই ভেবেই তাঁকে গ্রেফতার করা হয়। এই মামলা থেকে কুণাল ছাড়াও সুদীপ্ত সেন, সারদার ম্যানেজিং ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়, আরও এক কর্তা সোমনাথ দত্তকেও মুক্তি দিয়েছে আদালত।