Mithun Chakraborty : বঙ্গ রাজনীতিতে উড়ছে 'প্রজাপতি', মিঠুন-কুণাল সংঘাত

Updated : Jan 17, 2023 17:25
|
Editorji News Desk

দিন কয়েক ঠান্ডা থাকার পর, ফের রাজনৈতিক তরজায় পারদ চড়ল বঙ্গ রাজনীতিতে।  এতদিন চুপ থাকার পর মঙ্গলবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে নাম না করেই আক্রমণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর প্রজাপতি সিনেমায় অভিনয় নিয়ে মুখ খুলেছিলেন কুণাল। এদিন কলকাতা বিমানবন্দরে মিঠুনের পাল্টা কটাক্ষ, অনেকেই চেয়েছিল তাঁর টিআরপি নামাতে, কিন্তু তাঁর মরা পর্যন্ত তা সম্ভব নয়। কিন্তু তাঁর এই কটাক্ষ কাকে ঘিরে ? নিশানায় কী কুণাল ঘোষ ? মিঠুনের জবাব, এলিতেলিদের তিনি জবাব দেন না, ও সব গঙ্গারামদের তিনি জবাব দেন না।  

মিঠুনকে পাল্টা দিয়েছেন কুণালও। দাবি করেছেন এতদিন তাঁর থেকে অনেক সাহায্য নিয়েছেন মিঠুন চক্রবর্তী। এমনকী অভিনয়ের ক্ষেত্রেও। কুণালের দাবি,  প্রজাপতি সিনেমায় মিঠুন চক্রবর্তীর জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায় থাকলে সিনেমাও আর হিট হত। 

বিতর্ক শুরু হয়েছিল দেব-মিঠুন অভিনীত প্রজাপতি সিনেমায় মিঠুনের অভিনয়কে কেন্দ্র করে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, বাবা-ছেলের রসায়নে মিঠুনের জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায় থাকলে, চরিত্রকে আরও ভালভাবে তুলে ধরতে পারতেন। কুণালের এই দাবিকে অবশ্য উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ ও এই সিনামের অন্যতম প্রযোজক দেব। তিনি পরিস্কার জানিয়েছিলেন কুণাল ঘোষের থেকে সিনেমাটা অনেক বেশি জানেন এবং বোঝেন। 

উল্টোদিকে বিজেপির দাবি ছিল, মিঠুন গেরুয়া শিবিরের সদস্য বলেই নন্দনে এই সিনেমার মুক্তি আটকানো হয়েছিল।  সেই বিতর্কেও জল ঢেলেছিলেন দেব নিজেই। কিন্তু এসবের পরে ত্রিপুরা যাওয়ার আগে নাম না ,করে কুণালকে কটাক্ষ করে সেই বিতর্ক আরও একবার ভাসিয়ে দিলেন মিঠুন-ই। 

kunal ghoshBJPFilmMithun ChakrabortyTMC

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি