নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের নয়া দাবি কুন্তল ঘোষের। আদালত থেকে বেরোনোর পথে হুগলির যুব তৃণমূল নেতা জানিয়েছেন, সব টাকা আছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে। কে এই হৈমন্তী। তাঁর কাছে কি নিয়োগ দুর্নীতির টাকা আছে, তা যদিও খোলসা করেননি কুন্তল।
জানা গিয়েছে, গোপাল দলপতির আর এক নাম আরমান গঙ্গোপাধ্যায়। তাঁর স্ত্রী হৈমন্ত্রী গঙ্গোপাধ্যায়। গোপাল দলপতির নথিতে নমিনি হিসেবে হৈমন্তীর নাম উল্লেখ আছে। এদিন নাম ছাড়া আর বিস্তারিত কিছু বলতে চাননি কুন্তল ঘোষ।
এর আগে গোপাল দলপতির বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা সহ একাধিক অভিযোগ করেন কুন্তল। তাঁকেই দুর্নীতিকাণ্ডে প্রধান লোক বলেও অভিযোগ করেন তিনি। তদন্তকারীদের দাবি, গোপালের ব্যাঙ্কের অ্যাকাউন্টে একটি সংস্থার হদিশ পেয়েছেন তাঁরা। তার মাধ্যমে কোনও লেনদেন হত, কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।