বড়দিনের পর এবার বছর শেষের রাত। ফের একবার জনসমুদ্রে ভাসতে চলেছে পার্ক স্ট্রিট চত্বর(New Year Celebration in Park Street)। তাই আগেভাগেই কড়া নিরাপত্তার বর্মে মুড়ে ফেলা হয়েছে চারপাশ। কলকাতা পুলিশের(Kolkata Police in Park Street) তরফে পার্কস্ট্রিট চত্বরজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যানজট রুখতে ইতিমধ্যেই পার্ক স্ট্রিটকে 'নো পার্কিং জোন' ঘোষণা করা হয়েছে।
লালবাজার সূত্রে খবর, শনিবার পার্ক স্ট্রিটকে(New Year's Eve in Park Street) ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই সেক্টরগুলির দায়িত্বে থাকবেন ১১ জন ডিসি। ১ জানুয়ারির এই সেক্টর সংখ্যা কমে হবে ৪। সেদিন ওই ৪টি সেক্টরের দায়িত্বে থাকবেন ৭ জন ডিসি। দু'দিনই মোট ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চলবে। এছাড়া থাকবে ড্রোনের নজরদারি। পাশাপাশি, সাহায্যের জন্য পার্ক স্ট্রিট এলাকায় থাকবে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র(Police Help Center in Park Street))। কড়া নজর থাকবে পার্ক স্ট্রিট সংলগ্ন বিভিন্ন হোটেল-রেঁস্তরা-পানশালাগুলিতে।
আরও পড়ুন- Maheshtala Murder News: সাতসকালে এলাকায় ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, আতঙ্কে রয়েছেন মহেশতলার বাসিন্দারা
বাইক বাহিনীর দাপট রুখতে শহরের ৯৭ টি পয়েন্টে নাকা চেকিং-এর ব্যবস্থা থাকবে। শনি ও রবিবার ২টি কুইক রেসপন্স টিম(Lalbazar Security in Park Street) থাকবে। এই দু'দিন শহরে থাকা মোট ৫৮টি পিসিআর ভ্যানের(PCR Van) মধ্যে ২৩টিই থাকবে পার্ক স্ট্রিট এলাকায়।