মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তায় বড় মাপের খামতি! সম্প্রতি নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এক ব্যক্তি লোহার রড নিয়ে তাঁর বাড়িতে ঢুকেছিল এবং টানা সাত ঘণ্টা সেখানে লুকিয়ে ছিল। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে মঙ্গলবার বিশেষ তদন্তকারী দল SIT গঠন করল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হবে বলে জানিয়েছে লালবাজার।
লালবাজার সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির ওই ঘটনায় সেদিন কী কী খামতি ছিল তা দেখতে ৮ সদস্যের SIT গঠন করা হয়েছে। ওই দলের নেতৃত্বে রয়েছেন কলকাতার যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা। অন্য সদস্যদের মধ্যে থাকছেন স্পেশাল টাস্ক ফোর্সের ডেপুটি কমিশনার, গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার (স্পেশাল) এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও গোয়েন্দা বিভাগের কয়েকজন আধিকারিক। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গলদ ছিল কিনা, তা তদন্ত করবে SIT। এছাড়া মুখ্যমন্ত্রীর বাড়িতে যে ব্যক্তি ঢুকেছিল তাকেও জেরা করবে বিশেষ তদন্তকারী দল।
আরও পড়ুন: ডোমকল সহ রাজ্যে তিন বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি, কেন্দ্রকে চিঠি শুভেন্দুর
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা খতিয়ে দেখতে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা যান। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলও মুখ্যমন্ত্রীর বাড়ি পরিদর্শন করেন। সূত্রের খবর, ২৪ ঘণ্টা বাড়ির চারপাশে নজরদারি করার জন্য ওয়াচ টাওয়ার তৈরি করা হবে এবং আচমকা হামলার ঘটনা ঘটলে তা প্রতিরোধে বাড়ির সামনে বালির বস্তা রাখা হবে।