এবার থেকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সহ অন্যান্য ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যাওয়ার সময় পুলিশ আধিকারিককে ‘বডি ক্যামেরা’ ব্যবহারের নির্দেশ দিল লালবাজার। বডি ক্যামেরা না থাকলে মোবাইল ক্যামেরার মাধ্যমে সেই কাজ করতে হবে। অর্থাৎ, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কী অবস্থায় দেহটি উদ্ধার করা হয়েছে বা তদন্ত চালানোর সময়ে কী কী হয়েছে, তার পুরোটাই বডি ক্যামেরায় বা মোবাইলে ধরে রাখতে হবে পুলিশ অফিসারদের। যাতে পরবর্তীকালে প্রয়োজন পড়লে সেই ফুটেজ খতিয়ে দেখা যায়।
পুলিশ সূত্রের খবর, গত সপ্তাহে কলকাতা পুলিশ কমিশনার বিভিন্ন থানার আধিকারিকদের নিয়ে এক বৈঠকে ওই নির্দেশ দেন। মূলত তদন্ত নিয়ে বিতর্ক এড়াতে ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এজন্য থানাগুলিকে পর্যাপ্ত বডি ক্যামেরা সরবরাহ করা হবে। বর্তমানে প্রতিটি থানার কাছে একটি বা দু’টি বডি ক্যামেরা রয়েছে, যা মূলত তল্লাশি অভিযানের সময় থানার অফিসাররা ব্যবহার করেন।