তিলজলার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব আরও একধাপ এগোল। শুক্রবার এই ঘটনায় তিলজলা থানার ওসির বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ করেছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। এই ঘটনায় তিলজলা থানার ওসির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। সূত্রের খবর, আপাতত তিলজলা থানার ওসিকে ছুটি যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে গুন্ডাদমন শাখার এসি সুজিত চক্রবর্তীকে।
গত রবিবার পূর্ব কলকাতার তিলজলায় এক শিশু কন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই ঘটনার তদন্তেই শুক্রবার তিলজলা গিয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোর অভিযোগ, ওই একই জায়গায় রাজ্যের প্রতিনিধি এলে, তাঁদের কার্যত সেখান থেকে বার করে দেওয়া হয়। অভিযোগ, তাঁদের বার করে দেওয়ার পিছনে ছিল তিলজলা থানার ওসির মদত।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের অভিযোগ প্রাথমিক ভাবে উড়িয়ে দেওয়া হয়। রাজ্যের তরফে দাবি করা হয়, তাদের না জানিয়েই ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল কেন্দ্রীয় দল। যা সাংবিধানিক ভাবে বেআইনি।