নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় মুর্শিদাবাদের বেলডাঙায় অভিযান কলকাতা পুলিশের। ঘটনায় নাম জড়িয়েছে বেলডাঙা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সান্ত্বনা ঘোষের ছেলে শুভজিৎ ঘোষের। তাঁর খোঁজেই শনিবার দুপুরে সান্ত্বনার বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, শুভজিৎকে বাড়িতে পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যায় লালবাজারের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার করা অনেক দূর, শুভজিতের দেখাই পাননি পুলিশ কর্তারা। পুলিশি হানার সময় ছেলে বাড়িতে নেই, জানিয়েছেন কাউন্সিলর সান্ত্বনা ঘোষ। বেলডাঙার SDPO তুলসীদাস ভট্টাচার্য বলেন, "পুলিশি অভিযান চালানো হয়। কিন্তু শুভজিৎকে বাড়িতে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধ নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকেও নির্দেশিকা রাজ্যের
নবান্ন অভিযানে কলকাতা পুলিশের দুই কর্মীকে মারধর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এখনও পর্যন্ত ৫৫ জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরা ও বিভিন্ন ছবি ভিডিয়ো থেকেই তাঁদের শনাক্ত করেছে লালবাজার। যদিও বিজেপি কাউন্সিলরের দাবি, তাঁর ছেলে সেদিন কলকাতায় ছিলই না। নবান্ন অভিযানের সঙ্গে তাঁর ছেলে যুক্ত নন।