বেশ কিছু সরকারি হাসপাতালের কিছু অংশের দায়িত্বে রয়েছেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা। এবার বেসরকারি নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল লালবাজার। RG কর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পরই এই সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (প্রশিক্ষণ) একজন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং যুগ্ম কমিশনার-এর সঙ্গে বৈঠক করবেন। তারপরই প্রশিক্ষণের দিন স্থির করা হবে। এবং ওই বৈঠকের পরই জেলাগুলিকে প্রশিক্ষণের দিন ও সময় জানানো হবে।
বিভান্ন জেলা হাসপাতালের তরফে জানানো হয়েছে, হাসপাতালগুলি থেকে বেসরকারি নিরাপত্তারক্ষীদের নাম সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। যাবতীয় নাম সংগ্রহের কাজ শেষ হলে তবেই প্রশিক্ষণ শুরু হবে।
জানা গিয়েছে লালবাজারের তরফে স্থির করা হয়েছে কয়েকটি দফায় ভাগ করে প্রশিক্ষণ পর্ব চলবে। এক এক জন রক্ষী তিন দিন করে প্রশিক্ষণ নিতে হবে।
RG করের হাসপাতালের কাণ্ডর পর থেকে রাজ্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে বড়সড় অভিযোগ ওঠে। কেন বেসরকারি নিরাপত্তারক্ষী এবং সিভিক ভলান্টিয়াররা নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকি রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তোলা হয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফেও রাজ্য সরকারকে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
যদিও এনিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। চিকিৎসকদের একাংশের বক্তব্য, বেসরকারি কর্মীদের সাতদিনের প্রশিক্ষণ দিয়ে কি আদৌ পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে?