কলকাতা হাই কোর্টে চত্বরে এবার থেকে সব বন্ধ। কোনও রকম জমায়েত, বিক্ষোভ, মিছিল, পোস্টার দেওয়া চলবে না। মঙ্গলবার এক নির্দেশে, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ। সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের মধ্যেই বিক্ষোভ দেখানো হয়েছিল। বিচারপতিকে বয়কটের দাবিতে লাগানো হয়েছিল পোস্টার। মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল তিন বিচারপতি নিয়ে তৈরি বৃহত্তর বেঞ্চে। তিন বিচারপতিই হাই কোর্ট চত্বরে প্রতিবাদ বিক্ষোভ দেখানো নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবারের শুনানিতে বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশের পর্যবেক্ষণ, সংবাদ মাধ্যমে তাঁরা কলকাতা হাই কোর্টের বিক্ষোভের খবর পড়েছেন এবং দেখেছেন। তিন আইনজীবীকে প্ল্যাকার্ড হাতেও দেখা গিয়েছে। এটা ঠিক নয় বলেই দাবি বৃহত্তর বেঞ্চের।
বিচারের নামে কলঙ্ক। হাই কোর্টের আইনজীবীদের একাংশের অভিযোগ বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে। সোমবার এই ভাষাতে পোস্টার পড়েছিল আদালত চত্বরে। মঙ্গলবার বিষয়টি যাতে ভবিষ্যতে না হয় তার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তিন বিচারপতির নির্দেশ, ‘‘কার নির্দেশে, কে বা কারা বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দিয়েছে, তা তদন্ত করতে হবে।’’