আজ শুক্রবার, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা। বৃহস্পতিবার থেকে তাঁর দেহ রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। সাড়ে ১০টা নাগাদ তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সাড়ে ১১টা পর্যন্ত সেখানেই থাকবে দেহ। দুপুর ১২-৩.১৫ মিনিটে বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে। এরপর দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। তাঁর দেহ এরপর মিছিল করে নিয়ে যাওয়া হবে নীলরতন হাসপাতালে। সেখানেই দেহদান হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার সকাল সকাল দুঃসংবাদ আসে। পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ তোলা হয় গাড়িতে। চারিদিক মুখরিত ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে। নেপথ্যে বাজছিল ‘দ্য ইন্টারন্যাশনাল’
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্য়াভিনিউ-এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে সেখানে পৌঁছন তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। এদিকে প্রয়াণের খবর পেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্য়াভিনিউ-এর বাড়িতে ভিড় জমান দলের নেতা, কর্মী ও সমর্থকরা।