প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দিই ছিলেন। আগেও একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এদিন বাড়িতেই জীবনাবসান হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সকাল ৮টা ২০ মিনিটে তাঁর জীবনাবসান হয়েছে।