রাতের মেট্রো পরিষেবা 'ফ্লপ' । মেট্রো কর্তৃপক্ষ বলছে, রাত ১১টার মেট্রোতে যাত্রী সেভাবে হচ্ছে না । গুটি কয়েক যাত্রী নিয়ে ছুটছে মেট্রো । তাতে লাভ তো হচ্ছেই না, উল্টে লোকসানের মুখে পড়েছে মেট্রো রেল । সেক্ষেত্রে, রাতের পরিষেবা বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে মেট্রো কর্তৃপক্ষ ।
দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রোর সময় ছিল ৯.৪০মিনিট । কিন্তু, ২৫ মে থেকে সেই সময় বাড়ানো হয়েছে । সোম থেকে শুক্র প্রান্তিক স্টেশন থেকে রাত ১১টায় একটা বিশেষ মেট্রো চালানো শুরু হয় পরীক্ষামূলকভাবে । কিন্তু দেখা যাচ্ছে, আপ-ডাউন মিলিয়ে দু'টি মেট্রোয় দিনে গড়ে ৬০০ জন করে যাত্রী হচ্ছে । মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে দুটি মেট্রো চালাতে খরচ হচ্ছে ২ লক্ষ ৩৫ হাজার টাকা। সেইসঙ্গে আনুষাঙ্গিক খরচ আরও ৫০ হাজার । কিন্তু, সেখানে টিকিট থেকে রোজগার হচ্ছে ৬০০০ টাকা ।
যাত্রীদের কথায়, ৯.৪০মিনিটের পর প্রায় দেড় ঘণ্টা বাদে মেট্রো । এতক্ষণ কারও পক্ষে অপেক্ষা করা সম্ভব নয় । মেট্রোর হঠকারী সিদ্ধান্তের ফলেই এমনটা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।