হাঁসখালি ধর্ষণ মামলায় (Hanskhali Rape Case) প্রত্যক্ষদর্শীদের এবং নির্যাতিতার পরিবারের নিরাপত্তা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের (PIL) করা হয়েছে। মঙ্গলবার এই মামলার আবেদন করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হাঁসখালির নির্যাতিতার পরিবার ও প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করান আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস (Anindya Sundar Das)। হাঁসখালি মামলার দ্রুত শুনানির আবেদনও করেন তিনি। আইনজীবীর আবেদন বিবেচনা করার আশ্বাস দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত নন, বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
হাঁসখালির নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্তও শুরু করেছে। হাঁসখালি কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন মোট তিনজন। প্রধান অভিযুক্ত সোহেল ও প্রভাকরকে আগেই গ্রেফতার করা হয়। সিবিআই দায়িত্ব নেওয়ার পর গ্রেফতার করা হয় রঞ্জিত মল্লিক নামে এক যুবককে।