বিচারপতিকে নিয়ে মন্তব্য করার অভিযোগ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী কৌস্তভ বাগচী। সোমবার দুপুর ২টোয় হবে শুনানি। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে। আইনজীবী কৌস্তভ বাগচী জানান, বিচারপতিকে নিয়ে মন্তব্য করে অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আদালতই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করুক।
গত শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia) একটি জনসভা থেকে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার বলতে লজ্জাও লাগে, বিচার ব্যবস্থায় একজন দুজন এমন আছেন, যাঁরা যোগসাজশে কাজ করছেন। তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন।"
আরও পড়ুন: মাধ্যমিকের উত্তরপত্রে অশ্রাব্য গালিগালাজ, অভিভাবকদের ডেকে দেখাল পর্ষদ
রবিবার অভিষেকের এই মন্তব্য নিয়ে মুখ খোলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি জানান, "প্রকাশ্য জনসভা থেকে একজন সাংসদ একজন বিচারপতিকে আক্রমণ করেছেন। SSC দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তাঁকে আক্রমণ করা হয়েছে। এই মন্তব্য নিন্দনীয়।"