নতুন বছরে যাত্রীদের জন্য বিশেষ উপহার ঘোষণা করল কলকাতা মেট্রোরেল (Kolkata Metro Railway)। এবার থেকে মেট্রো সফরে পাবেন টিভি দেখতে পারবেন যাত্রীরা। মূলত যাত্রীদের মনোরঞ্জনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল (Metro)।
শুক্রবার রেলের তরফে ঘোষণা করা হয়েছে, খুব শীঘ্রই মেট্রোর এসি রেকে বসানো হবে LED স্ক্রিন। যেখানে যাত্রাকালীন সময়ে সিনেমা, গান, গেম শো, খবর-সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন। প্রতিটি রেকে ২টি করে LED ইন্সটল করা হবে।
আরও পড়ুন- থালায় সাজানো মাংস-ভাত, কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ ছেড়েই উঠে পড়লেন শতাব্দী রায়
সূত্রের খবর, শুক্রবার ক্রেসান্দা সলিউশনস লিমিটেডের সঙ্গে আগামী বছরের চুক্তি হয়েছে মেট্রোর। এর ফলে, ট্রেনের টিকিট বিক্রি ছাড়াও মেট্রোর আয় বাড়বে বলে মনে করছে কলকাতা মেট্রোরেল।