SSC-তে দুর্নীতির অভিযোগের প্রতিবাদে করুণাময়ীতে বিক্ষোভ বামফ্রন্ট ছাত্র ও যুব সংগঠনের (Left Front)। এই নিয়ে ইন্দিরা ভবনের সামনে ধুন্ধুমার। কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতেই বেশ কয়েকজনকে আটক করা হয়। টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয় বামনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে (Minakkhi Mukherjee)।
শুক্রবার বাম ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে SSC ভবনে বিক্ষোভের আয়োজন করা হয়। কর্মসূচির নাম দেওয়া হয়, "চোর ধরো, জেলে ভরো।" এদিন বামফ্রন্টের এই মিছিল এসএসসি ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু কর্মসূচি ঘিরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। RAF, কমব্যাট ফোর্স, জলকামান নিয়ে আসা হয়। বাম কর্মীদের দাবি. যাদের নিয়োগপ্রক্রিয়া থমকে আছে, তাঁদের দ্রুত চাকরি দিতে হবে। SSC দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত, তাঁদের দ্রুত গ্রেফতার করতে হবে। করুণাময়ী চত্বরে মিছিল এলেই পুলিশ তৎপরতা দেখায়। বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। বাম নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে মেট্রো স্টেশনের ছাড়পত্র কমিটির
এদিকে এদিন একমাসের মধ্যে নিয়োগের দাবিতে, সল্টলেকের ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখান SSC চাকরিপ্রার্থীরাও। এদিন আন্দোলনকারীদের পক্ষ থেকে দুই প্রতিনিধি SSC ভবনে ডেপুটেশন জমা দিতেও যান।