"কর্মভূমি বাংলা, তাই পদ্মভূষণ (Padma Bhushan) আসছে বাংলাতেই।" জানালেন সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান (Ustad Rashid Khan)। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করে কেন্দ্র। সেই তালিকায় আছে রশিদ খানের নাম।
কেন্দ্রীয় সরকারের তালিকায় উস্তাদ রশিদ খানের নামের পাশে রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নাম লেখা আছে। তাতে বিন্দুমাত্র বিচলিত নন শিল্পী। তিনি বলেন, "দেশ যখন কোনও সম্মান দেয়, সেটা গর্বের। খুবই ভালো লাগছে। কেন্দ্রীয় সরকার আমাকে এই সম্মান দিয়েছে, তাতে গর্বিত। উত্তরপ্রদেশ ভারতের মধ্যেই পড়ে। আমার ওখানে জন্ম হয়েছে, কিন্তু কর্ম এখানে করেছি। ছোটবেলা থেকে এখানে আছি। পুরস্কার তো বাংলাতেই আসছে। এই নিয়ে ভাবি না।"
আরও পড়ুন: 'পদ্মশ্রী' প্রত্যাখান করলেন প্রবাদপ্রতিম শিল্পী পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়
বাংলাতেই সঙ্গীত জীবনের শুরু রশিদ খানের। দীর্ঘদিন কলকাতার স্থায়ী বাসিন্দা এই সঙ্গীতশিল্পী। ২০০৬ সালে পদ্মশ্রী সম্মান পান তিনি।