আইনের চোখে অপরাধ না হলেই সমাজ ছেড়ে দেয় কি? এখনও না। এখনও সমকামিতা নিয়ে সমাজে ফিসফাস, চোখ রাঙ্গানি। এসবের মধ্যেই পরিবারের বাধা পেরিয়ে কলকাতা সাক্ষী থাকল এক সমকামী বিয়ের। ২ মাসের পরিচয়ের পর বন্ধুত্ব, প্রেম। অবশেষে কলকাতায় এক মন্দিরে বিয়ে করলেন মৌমিতা-মৌসুমী।
মাস দুয়েক আগেই কলকাতার বাসিন্দা মৌসুমী দত্তের সঙ্গে পরিচয় হয়েছিল বনগাঁর মৌমিতা মজুমদারের। আলাপের কয়েকদিনের মধ্যেই পরস্পরের প্রেমে পড়েন দুজনে। কিন্তু তাঁদের সমকামী সম্পর্ক মেনে নেয়নি দুই পরিবারের কেউই, অগত্যা কলকাতায় এসে মন্দিরে চার হাত এক হল ওঁদের।
মৌমিতা-মৌসুমী যে কোনও প্রতিকূলতাতেই একে অন্যের হাত ছাড়তে নারাজ। জানিয়েছেন জল ছাড়া যেমন গাছ বাঁচে না, তাঁদেরও একে অন্যকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব।