বিরোধীদের (Opposition) অনুপস্থিতিতে কলকাতা পুরসভায় (Kolkata Corporation) কাউন্সিলর পদে শপথ তৃণমূল কংগ্রেসের।
শুক্রবার দুপুরে পুরসভায় প্রথম দফায় শপথ নেন শাসকদল তৃণমূল কংগ্রেসের (Tmc) জয়ী প্রার্থীরা। এই অনুষ্ঠানে গরহাজির ছিলেন বিজেপি (Bjp) ও কংগ্রেসের
(Congress) মোট চার জন কাউন্সিলর। আসেননি মেয়র পারিষদ পদ থেকে সদ্য বাদ পড়া ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়ও। এদিনই পুর কমিশনারের কাছে মেয়র
পদে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন : Bally Municipality Vote : বালি পুরভোটে নিয়ে আদালতে জট কাটার দাবি রাজ্যের
এদিন পুর কমিশনার খলিল আহমেদ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার পাশাপাশি হিন্দিতে শপথ নেন
বেশ কয়েকজন কাউন্সিলর। আবার কয়েকজন শপথ নিয়েছেন উর্দু ভাষাতেও।
এদিন কলকাতার ভাবী মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী ২৭ ডিসেম্বর শপথ নেবেন মেয়র এবং মেয়র পারিষদরা। আগামী পাঁচ বছরে ‘দশ দিগন্ত’ কী
ভাবে বাস্তবায়িত হবে, তা ওই দিনই বুঝিয়ে দেওয়া হবে।