বড়দিনে (Christmas 2021) মুখ ফিরিয়েছে শীত। কিন্তু তাতে উৎসব পালনে ছেদ পড়েনি বাঙালির। বড়দিনের সকাল থেকে নিকোপার্কে (Nicco Park) নামল মানুষের ঢল। সান্তাক্লজের (Santa Clause) সঙ্গে হাত মিলিয়ে চলল সেলফি। বাবা-মায়ের হাত ধরে পছন্দের রাইডে চাপল কচিকাঁচারা। সব মিলিয়ে বড়দিনে নিকোপার্কে ধরা পড়ল সেই চেনা ছবি।
কোভিড বিধি (Covid Guideline) মেনেই রাজ্যে চলছে ক্রিসমাস উৎসবের সেলিব্রেশন। নিকোপার্কে ঢোকার গেটের মুখে প্রত্যেকের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। নিকোপার্কের ভিতরে বারবার করা হচ্ছে স্যানিটাইজেশন (Sanitization)। মাস্ক ও দূরত্ববিধি মেনে চলা হচ্ছে কিনা, নজর রাখছে নিকোপার্ক কর্তৃপক্ষ। তবে কোভিড পরিস্থিতির মধ্যেও বড়দিনের সকালে নিকোপার্ক যেতে পারায় খুশি কচিকাচারা।
আরও পড়ুন: বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল বড়দিন
বড়দিনের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের সপ্তাহ। উৎসবের মরশুমে রাজ্যের কোভিড বিধি কিছুটা শিথিল করেছে রাজ্য। ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত নাইট কার্ফু থাকছে না। বেশি সময় ধরে খোলা থাকছে রেস্তরাঁ। থাকছে নাইট বাস সার্ভিস। বাড়ানো হয়েছে মেট্রো সার্ভিসও।