বড়দিনের (Christmas 2021) সন্ধে নামতেই পার্ক স্ট্রিট (Park Street) হয়ে গেল দুর্গাপুজোর (Durga Puja) অষ্টমী। ভিড় নিয়ন্ত্রণ করতে যানবাহন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। শনিবার বিকেল পাঁচটার পর থেকে ওয়ান ওয়ে ওয়াকিং স্ট্রিট ঘোষণা করা হল পার্ক স্ট্রিটকে। বড়দিনে হেঁটে ঢুকতে হবে পার্ক স্ট্রিটে। নির্দিষ্ট রাস্তায় হাঁটার নির্দেশ দিয়েছে পুলিশ।
বড়দিনের উৎসবে মেতেছে কলকাতা। সন্ধের আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বো ব্যারাক চত্বর। সন্ধে নামতেই ভিড় বেড়েছে পার্ক স্ট্রিটের রাস্তায়। কলকাতা পুলিশ জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে জওহরলাল নেহরু রোড থেকে মল্লিকবাজার গামী রাস্তার একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার মাঝে জায়গা করে দেওয়া হয়েছে। আর দুপাশ থেকে হাঁটার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: বড়দিনের সকাল থেকে নিকোপার্কে মানুষের ঢল, পছন্দের রাইডে ভিড় কচিকাঁচাদের
কোভিড এখনও যায়নি। তার মধ্যে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের দাপট বাড়ছে। কিন্তু শনিবাসরীয় সন্ধ্যায় এ সব ভুলে পার্ক স্ট্রিট ডুব দিল বড়দিনের আনন্দে।