পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী (suicide) হল দ্বাদশ শ্রেণির এক পডুয়া। মৃতের নাম রবিন দেবনাথ(Rabin Debnath)। ২৩ বছরের রবিন বাঁশদ্রোণীর (Bnashdroni) প্রগতি পার্ক এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাবা ও মায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে রবিন। তার পরেই রান্নাঘর থেকে ছুরি এনে নিজের নিজের তলপেটে কুপিয়ে দেয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রবীন দুই বার উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছিলেন। আগামী বছরে ফের উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি হচ্ছিলেন। লকডাউনের জেরে রবিনের বাবা চাকরি হারিয়ে ফেলেন। তাঁর মা আয়া-র কাজ করতেন। পরিবার আর্থিক অনটনও ছিল। মঙ্গলবার পারিবারিক সমস্যা নিয়ে রবিনের বাবা-মায়ের মধ্যে। এরপরেই সোজা রান্নাঘরে চলে যান তিনি। সেখানে ছুরি দিয়ে নিজের তলপেটেই আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় রবিনকে হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।