একে শীতে রক্ষে নেই, বৃষ্টি তার দোসর। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস(Rain Forecast) দিল আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)। বঙ্গোপসাগরে(Bay of Bengal) ঘনীভূত জলীয়বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি।
পশ্চিমী ঝঞ্ঝা বাধা হয়ে দাঁড়ানোয় ঠান্ডা(Cold) ধীরে ধীরে চলে যাবে। অন্যদিকে আবহাওয়ার খামখেয়ালিপনায় ফসল বিশেষত শাকসবজির(Vegetables) বিপুল ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে চাষিদের(Farmers)।
আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ে বৃষ্টি হবে ১২ থেকে ১৪ ডিসেম্বর। পাশাপাশি জারি হয়েছে শিলাবৃষ্টির(Hailstorm) সর্তকতা।
পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ এগিয়ে আসছে পূর্ব ভারতের(Eastern India) দিকে। এর জেরেই ঠান্ডা বাধা পাচ্ছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস(Alipore Weather Department)। জানা গেছে, এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে ঝাড়খন্ড(Jharkhand) লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। যত পূর্বদিকে ঝঞ্ঝা এগোবে, ততই বৃষ্টিতে বাড়বে। তবে এর জেরে উত্তর-পশ্চিম ভারতের পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাতের(Snowfall) সম্ভাবনা।