কোভিডের বিধিনিষেধ (Covid Guideline) নিয়ে তৃণমূল সরকারকে (West Bengal Govt) কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। কোভিড নিয়ে বিধিনিষেধ জারি করতে পারে রাজ্য সরকার। এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "চোর পালালে বুদ্ধি বাড়ে। আগেই কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল রাজ্যের।"
কোভিড নিয়ে রাজ্যের মানুষকে সচেতন হওয়ার নির্দেশ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ বলেন, "ওমিক্রনই এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। বছরের শুরুতেই আমি প্রার্থনা করি এই ভয় থেকে যেন মুক্ত হতে পারি। মহামারি থেকে মুক্ত হোক পৃথিবী। রাস্তাঘাটে লোকে বেরিয়েছে, গোটা রাত ধরে আনন্দ করেছেন। কোনও বিধিনিষেধ ছিল না। মাস্ক পরেননি কেউ। যেমন দুর্গাপুজোর সময় বেড়েছিল। এই সময় তাই করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা যথেষ্ট। হাতের বাইরে যাতে পরিস্থিতি বেরিয়ে না যায় নাগরিককে সতর্ক হতে হবে।"
ক্রিসমাস ও নিউইয়ারে কলকাতার রাস্তায় মানুষের ঢল নামে। এক সপ্তাহের কোভিডের সংক্রমণ বেড়েছে রাজ্যে। বাতিল হয়েছে দুটি সরকারি কর্মসূচি। সোমবার থেকে নতুন নির্দেশিকা জারির ইঙ্গিত মিলেছে।