আলোকসজ্জা, ক্রিসমাস ক্যারোল, রেস্তোরাঁর ভিড় সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ডিসেম্বরের পার্ক স্ট্রিট। তবে ডিসেম্বরে আরও একটি কারণে পার্ক স্ট্রিট স্পেশাল। ডিসেম্বর শহরের প্রাইড ওয়াক। রবির বিকেলে পার্ক স্ট্রিটে বিরাট প্রাইড ফ্ল্যাগ নিয়ে উৎসবে মেতেছিল এলজিবিটি সম্প্রদায়ের সংগঠন কলকাতা প্রাইড। চলল সেলিব্রেশন। রংধনু জামা, পতাকা ও মানুষের ভিড়ে ঢেকে গিয়েছিল পার্ক স্ট্রিট চত্বর।
গতবছর ডিসেম্বরে গতবছর পার্ক স্ট্রিটের ট্রিঙ্কাসে প্রথম প্রাইড ফ্লাগ বসানো হয়। এবার আরও একধাপ এগিয়ে চলল সেলিব্রেশন। তবে শুধু পার্ক স্ট্রিট নয়, বালিগঞ্জেও চলল প্রাইড মানথের সেলিব্রেশন। বউবাজারের ব্রডওয়ে হোটেলেও চলে সেলিব্রেশন।