সিবিআই তদন্ত নিয়ে ছাত্র নেতা আনিস খানের (Anish Khan) দাদাকে হুমকি ফোনের অভিযোগ পরিবারের। একটি অচেনা নম্বর থেকে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি (Death Threat) দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার ভোরবেলা আনিস খানের দাদা সাবির খানের (Sabir Khan) ফোনে একটি ফোন আসে। সেখানেই তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু কে ফোন করেছে, তা জানা যায়নি এখনও। হুমকি ফোনকে কেন্দ্র করে আনিস খান কান্ডে নতুন করে বিতর্ক শুরু।
রাজ্য বিশেষ তদন্তকারী দল SIT গঠন করলেও বারবার আনিস খানের পরিবার সিবিআই তদন্তের দাবি করে। আনিস খানের বাবা বারবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তাদের এই হত্যাকাণ্ডে তদন্তের আবেদন জানান। মঙ্গলবার আনিস খানের বাড়িতে ঘটনাস্থল পরিদর্শন করতে আসে SIT-এর অফিসাররা। তদন্তে এসে পরিবারের সঙ্গেও কথা বলেন তাঁরা। তদন্তে সহযোগিতা করলেও তখনও সিবিআইয়ের দাবিতে অনড় থাকে পরিবার। এরপরই বৃহস্পতিবার সিবিআই তদন্ত নিয়ে হুমকি ফোনের অভিযোগ আনিসের পরিবারের।
আরও পড়ুন: আনিস খান হত্যার প্রতিবাদে রাতভর জেগে যাদবপুর-প্রেসিডেন্সি-কলকাতা বিশ্ববিদ্যালয়
ছাত্র নেতা আনিস খানের হত্যার ঘটনায় তদন্তে নেমে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। স্বতঃপ্রণোদিত মামলায় তিনদিনের মধ্যে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্টও।