Arpita Mukherjee: ফ্ল্যাট তো নয়, যেন সোনার খনি, জানেন অর্পিতার ফ্ল্যাটে কী কী পেলেন তদন্তকারীরা?

Updated : Aug 04, 2022 14:03
|
Editorji News Desk

বুধবার ইডির তদন্তে পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ মেলে। অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২৭.৯ কোটি টাকা। পাশাপাশি মেলে ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনাও। ইডি সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার মধ্যে বেশির ভাগই সোনার বাট। ১ কেজি করে তিনটি সোনার বাট উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি সোনার আংটি। এছাড়াও অর্পিতার বাড়ি থেকে সোনার মোটা হার, রকমারি সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। ইডি আধিকারিকদের বাজেয়াপ্ত করা সোনার মধ্যে রয়েছে দু’টি সোনার ঘড়িও।  এই তালিকায় রয়েছে, ছ’টি মোটা মোটা সোনার কাঁকন (বালা) এবং কানের ঝোলা দুল। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ছোট কানের দুল, কাঁকন এবং একটি সোনার পেন। 

বুধবার বেলা ১২টার কিছুক্ষণ আগে অর্পিতার বেলঘরিয়ায় ফ্ল্যাটে পৌঁছন ইডির আধিকারিকরা। এর পর ১৯ ঘণ্টার তল্লাশি অভিযান শেষে টাকা ও গয়না উদ্ধার করেন ইডি আধিকারিকেরা। শুক্রবার অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকেও ২১ কোটি ৯০ লক্ষ নগদ এবং বহুমূল্যের গয়না ও বিদেশি মুদ্রা উদ্ধার করেন ইডি আধিকারিকেরা। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন- Arpita Mukherjee Update: ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত সমস্ত টাকা পার্থর, ইডির কাছে 'বিস্ফোরক' দাবি অর্পিতার

উল্লেখ্য, অর্পিতা জানান, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল টাকার সবটাই তৃণমূল মহাসচিবের। সূত্রের খবর, জেরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে এমনই দাবি করেছেন ধৃত অর্পিতা। বাড়িতে কত টাকা রাখা আছে তিনি জানতেন না। পার্থর কর্মীরা মাঝেমধ্যেই এসে টাকা রেখে দিতেন। শুধু তাই-ই নয়, যেখানে টাকা রাখা হত, সেই ঘরে তাঁর কোনও প্রবেশাধিকার ছিল না বলেই দাবি করেছেন অর্পিতা। অর্পিতার আরও দাবি, তাঁর ফ্ল্যাটে মাঝেমাঝে আসতেন পার্থ। তবে টাকা বা অন্যান্য কী  আসছে, কোথা থেকে আসছে, তা নিয়ে কিছুই নাকি জানতেন না বলে দাবি করেছেন এই মডেল-অভিনেত্রী। 

gold jewelleryArpita MukherjeeED RAID

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি