বাড়ছে লোকাল ট্রেনের গতি (Local Train Speed)। পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে জানানো হয়েছে. শিয়ালদহ শাখার মেইন ও কর্ড লাইনের ট্রেনে গতি বাড়ানো হবে। উত্তরে রাণাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে লাইনের সব ট্রেনেই গতি বাড়ানো হবে। বাড়বে বনগাঁ শাখার ট্রেনের স্পিড। দক্ষিণেও বারুইপুর,নামখানা শাখার সব ট্রেনের গতি বাড়ানো হবে। যার ফলে আরও তাড়াতাড়ি কর্মক্ষেত্রে বা বাড়িতে পৌঁছতে পারবেন নিত্যযাত্রীরা।
লোকাল ট্রেনে শিয়ালদহ শাখায় রোজ ২০-২৫ লক্ষ মানুষ কর্মক্ষেত্রে, ব্যবসার কাজে যাতায়াত করেন। যাতায়াত করেন পড়ুয়ারাও। রেলসূত্রে খবর, আগে লোকাল ট্রেনের গতি ছিল ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এবার তা ঘণ্টায় ১০-২০ কিমি গতিবেগ বাড়িয়ে ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজ্যে ফের টাকার 'পাহাড়', মালদহের গাজোলে ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানা, মেশিন দিয়ে চলছে গোনার কাজ
জানা গিয়েছে, ট্রায়াল ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সামান্য কিছু সমস্যা আছে। তা দ্রুত মেরামতি করে নিয়েই ছুটবে হাইস্পিড লোকাল ট্রেন। তবে গতি বাড়ানোর আগে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন চাই। সেটা এসে গেলেই শুরু হয়ে যাবে পরিষেবা। জানা গিয়েছে, গতি বাড়ানোর জন্য যে সব পরিকাঠামোগত কাজ আছে, তাও সম্পন্ন হয়ে গিয়েছে।