সপ্তাহ শেষে স্বাভাবিক থাকবে লোকাল ট্রেনের পরিষেবা। শুক্রবার বিবৃতি দিয়ে জানাল পূর্ব রেল। ওই বিবৃতিতে জানানো হয়েছে, শনি ও রবিবার নন-ইন্টারলকিংয়ের কাজ বাতিল করা হয়েছে। রেলের এই ঘোষণায় স্বস্তিতে যাত্রীরা। কারণ, এর আগে রেল জানিয়েছিল, শনি ও রবিবার মিলিয়ে মোট ১১৭ জোড়া ট্রেন বাতিল করা হবে।
এদিন রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দমদমে এই সংস্কারের কাজ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত যাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল। নতুন এই সিদ্ধান্তের ফলে আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক থাকবে পরিষেবা।
উল্লেখ, সংস্কারের কাজে প্রায় প্রতি শনি ও রবিবার শিয়ালদহ ও হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল হয়। ছুটির দিন হলেও সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। এবার রেলের প্রথম বিবৃতিতে সেই আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু কাজ বাতিলের রেলের সিদ্ধান্তে যা শুক্রবার সন্ধ্যায় স্বস্তি দিল।