বাংলায় দুর্গাপুজোর এমন মাহাত্ম্য, রাজনীতির রং ভুলে একটা দিন কেউ আর কোনও দলের থাকেন না। দশমীতে তেমনই গেরুয়া ভুলে লালে মাতলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
দক্ষিণেশ্বরে সিঁদুর খেলায় মাতলেন লকেট। বেশ খানিক্ষণ ঢাকও বাজালেন লকেট। ঢাকের তালে জমিয়ে নাচলেন মণ্ডপের মহিলারা। মহিলাদের সঙ্গে ঢাকের তালে টালে পা-ও মেলালেন সাংসদ। সব মিলিয়ে দশমীর সুর বিষাদের হলেও উদযাপনের রেশ কাটল না এতটুকু।