ছুটি-ছুটি। রাজ্যের ক্যালেন্ডারে ফের সেই আভাস। বৃহস্পতিবার অক্টোবর মাসের শেষদিন। ওইদিন বাংলায় হবে কালীপুজো। ছুটি থাকবে রাজ্য সরকারের। শুক্রবার নভেম্বর মাসের প্রথম দিন। ওই দিন দীপাবলির ছুটি দেওয়া হয়েছে। তার পরের দুদিন শনি ও রবিবার। এমনিতেই ছুটি থাকে নবান্নের।
অর্থ দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে। রবিবার ভাইফোঁটার ছুটি পুষিয়ে দেওয়া হয়েছে সোমবার। অর্থাৎ ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত টানা ছুটি থাকছে রাজ্যের।
পরের সপ্তাহে মাঝে দুদিন খালি অফিস করতে হবে। আবার সাত নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি রাজ্যের। এরমধ্যে সাত তারিখ ছটের ছুটি। ১৫ নভেম্বর, শুক্রবার গুরু নানকের জন্মদিন। ওই ছুটির সঙ্গে জুড়ে গিয়েছে শনি ও রবিবারের ছুটি। আবার মাসের শেষে ৩০ তারিখ শনিবার। ফলে ডিসেম্বর মাস শুরুও হচ্ছে রবিবার দিয়ে।
ফলে দেখা যাচ্ছে ৩০ দিনের নভেম্বর মাসে শনি ও রবি-সহ অন্যান্য ছুটিকে ধরলে রাজ্যের ছুটি থাকছে মোট ১৪ দিন।