লরির ধাক্কায় পড়ুয়া মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বেহালা (Behala Road Accident) । ঘাতক লরির চালককে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা । এরপরই চালকের (Lorry Driver Detained) খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ । অবশেষে আটক করা হল লরি চালককে ।
জানা গিয়েছে, এদিন সকালে হাওড়ার জগাছার বাবলাতলায় কোনা এক্সপ্রেসওয়ে থেকে ওই লরি চালককে আটক করেছে হাওড়া ট্র্যাফিক পুলিশ । তাঁকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ে ধরে লরিটি নিয়ে পালাচ্ছিলেন ওই চালক। বাবলাতলার কাছে তাঁকে পাকড়াও করা হয় । পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ । এদিকে, ঘটনার বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও উত্তপ্ত পরিস্থিতি রয়েছে বেহালায় ।
উল্লেখ্য, স্কুলে যাওয়ার পথে রাস্তা পার করার সময় লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বড়িষা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীল সরকারের (৭) । বেহালার নবপল্লীতে বাড়ি । দুর্ঘটনায় গুরুতর জখম হন তাঁর বাবা সরোজ কুমার সরকার । পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁরও মৃত্যু হয় ।
এদিকে, শিশুমৃত্যুকে কেন্দ্র করে সকাল সাড়ে ৬টা থেকে দফায় দফায় উত্তাল হয় বেহালা চৌরাস্তা। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বড়িশা হাই স্কুলের সামনে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের রীতিমতো খণ্ডযুদ্ধ হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে স্কুল গেটের সামনে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। স্কুল ক্যাম্পাস ধোঁয়ায় ঢেকে যায়। অসুস্থ হয়ে পড়ে একাধিক খুদে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন বড়িশা হাই স্কুলের প্রধান শিক্ষক থেকে অভিভাবকরা ।