নতুন বছরেই রান্নার গ্যাসের দাম বাড়ল। ১ জানুয়ারি থেকে কলকাতায় (Kolkata) ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে (Commercial LPG Cylinder) ২৪ টাকা। ফলে এখন থেকে কলকাতায় গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৬৯.৫০ টাকা। তবে কিছুটা স্বস্তি মিলেছে গৃহস্থের। ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম এখনও একই আছে। নতুন বছরেও তা মিলবে ১০৭৯ টাকাতেই।
২০২২ সালের জুন মাস থেকে ধাপে ধাপে কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম(Commercial LPG Cylinder Price Hike)। তবে ২০২৩ সাল পড়তেই ফের একবার চড়ল রান্নার বাণিজ্যিক গ্যাসের দাম। ১ জানুয়ারি থেকেই কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম একলাফে অনেকটাই বাড়ল(Gas Cylinder Price Hike)। কলকাতায় এতদিন পর্যন্ত যার দাম ছিল ১৮৪৫.৫০ টাকা। তা এবার ২৪ টাকা বেড়ে হচ্ছে ১৮৬৯.৫০টাকা।
আরও পড়ুন- Kolkata Metro: নববর্ষে বিশেষ উপহার মেট্রো কর্তৃপক্ষের, ভিড় সামাল দিতে বাড়তি পরিষেবার ঘোষণা
ওয়াকিবহাল মহলের মতে, রান্নার গ্যাসের দাম বাড়ার প্রভাব প্রত্যক্ষভাবে গৃহস্থের উপর না পড়লেও হোটেল-রেস্তোরাঁয়(Hotel-Resturants) খাবারের দামবৃদ্ধির আশঙ্কা রয়ে যাচ্ছে।