শুক্রবার মধ্যরাতে মা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা। রাত বারোটা নাগাদ পার্ক সাক্রাস থেকে চিংড়িঘাটার দিকে যাওয়া একটি গাড়ি সায়েন্স সিটির টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটি পাশের লেনে গিয়ে পড়ে। ল্যাম্পপোস্ট রাস্তা থেকে উপড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। চারজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
জানা গিয়েছে, চালকের দেহ স্টিয়ারিং ও সিটের মাঝে থেঁতলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা আগে আসেন। থানায় খবর দেওয়া হয়। গাড়িটি এতটাই দুমড়ে-মুচড়ে যায়, যে গ্যাস কাটার মেশিন এনে দেহ উদ্ধার করতে হয়। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ২ ঘণ্টা পর মা উড়ালপুলের যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ব্রিটেনেও খালিস্তানিদের তাণ্ডব, ভারতীয় হাইকমিশনারকে গুরুদ্বারে ঢুকতে বাধা
এদিকে বীরভূমের তারাপীঠ যাওয়ার পথে অটোর সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। মুখোমুখি সংঘর্ষে আহত হন আরও ৭ জন। তাঁদের আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটর সাইকেলের দুই আরোহীর বাড়ি নলহাটিতে। অন্য একজনের বাড়ি বগটুই গ্রামে।