দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই রবিবার কোজাগরী লক্ষ্মী পুজোয় ব্যস্ত বঙ্গবাসী। এই লক্ষ্মী পুজোয় যোগ দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রতিবছরই দুর্গা পুজোর পরে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করেন নিজের বাড়িতে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বছরও অন্যথা হয়নি।
রবিবার নিজের বাড়িতে কোজাগরী আরাধনায় মাতেন খড়দার বিধায়ক। গত দু'বছর করোনা অতিমারির কারণে ছোট করে বাড়ির পুজো সম্পন্ন করেছিলেন মন্ত্রী। এই বছর করোনার রেশ কিছুটা কাটতেই ফের জাঁকজমক করে লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন তিনি।
অন্যদিকে, রবিবার ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতেছেন মদন মিত্রও। কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ড অফিসে লক্ষ্মী পুজোর আয়োজন করেন তিনি। নিজে হাতেই লক্ষ্মী পুজো সারেন তিনি। পুরোহিতের আসনে বসে একান্তই নিজের মতো করে দেবীর লক্ষ্মীর আরাধনা করতে দেখা যায় মদন মিত্রকে।
রবিবার দলীয় কার্যালয়ে মদন মিত্রকে দেখা যায় একেবারে চেনা ছন্দে। মা লক্ষ্মীর আরাধনায় তিনি মেতে ওঠেন। লক্ষ্মীকে তুষ্ট করতে 'এসো মা লক্ষ্মী বসো ঘরে' গানটি গাইতেও শোনা যায় তাঁকে। লক্ষ্মী পুজোর এই ভিডিওটি নিজস্ব মিডিয়ার শেয়ারও করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। একই সঙ্গে রাজ্যবাসীকে কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছাও জানান তিনি।