অসুস্থ তৃণমূল বিধায়ক মদন মিত্র। জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সোমবার রাতে কামারহাটির তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মদন মিত্র।
সোমবার দুপুরে শারীরিক অসুস্থতার মধ্যেও বিধানসভা গিয়েছিলেন, রাতের দিকে সমস্যা বাড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাত পৌনে ৯টা নাগাদ। চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান করছেন চিকিৎসকেরা।
শ্বাসকষ্টের সমস্যা থাকলেও প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।