হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র(Madan Mitra)। বিধায়কের মুখে ব্যান্ডেজ করা রয়েছে। আগামী ১০ দিন কোনও রকম কথা বলতে পারবেন না তিনি।
বৃহস্পতিবার মদন মিত্রের ভোকাল কর্ডের টিউমার (Tumour in vocal chord) অপারেশন সফল হয়েছে। অপারেশনের পর এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়র্ডে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা হলেন মদন মিত্র।
হাসপাতাল থেকে বেরনোর সময় লিখিত বার্তায় কামারহাটির বিধায়ক (TMC mla) জানিয়েছেন, দেড় মাস পর থেকে মিটিং মিছিল করার অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা।
অপারেশনের পরই চিকিৎসার সুন্দর ব্যবস্থা এবং উন্নত পরিকাঠামোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিধায়ক কাগজে লিখে রাজ্যবাসীর প্রতি বার্তা দিয়েছেন, "চিকিৎসার জন্য কেউ যেন বাংলার বাইরে না যান'।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ বোধ করায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কথা বলতে অসুবিধে হচ্ছিল তাঁর, সঙ্গে ছিল শ্বাসকষ্টও। বিধায়ক- নিজেই জানিয়েছেন, ভোকাল কর্ডে টিউমর আগেই ধরা পড়েছিল, নির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় সমস্যা চেপে রেখেছিলেন।