কুমোরটুলিতে তৈরী হচ্ছে মদন মিত্রর মূর্তি। শনিবার স্বচক্ষে সেই মূর্তি দেখতে পৌঁছে গিয়েছিলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর মতো গোঁফের ছাট , চোখে সানগ্লাস কিন্তু ভুঁড়িটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, এই নিয়েই যা মনে একটু ‘খুঁত খুত’ রয়ে গেল মদনের।
Hooghly News: আর্থিক অনটনই কাল, হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মাত্রই, সন্তানকে 'দান' করে দিলেন মা
শিল্পী মিন্টু পাল যত্ন নিয়ে তৈরি করছেন মদনের মূর্তি। কেননা একটি মন্ডপের থিমই নাকি মদন। তাঁকে সেই মন্ডপে দেখানো হবে রাজা হিসেবে। শিল্পীকে ভুঁড়ি একটু কমিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলার কালারফুল বয়।