Madan Mitra: সৌগত রায়ের পর মদন মিত্র! হুমকি ফোন গেল তৃণমূল কংগ্রেস বিধায়কের কাছে

Updated : Jul 11, 2024 20:20
|
Editorji News Desk

এবার হুমকি ফোন পাওয়ার দাবি করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। তাঁর অভিযোগ, মাঝরাতে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। এর আগে হুমকি ফোন পেয়েছেন বলে দাবি করেছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। 

মদন মিত্রের দাবি, মোট দুবার তাঁকে ফোন করা হয়। একবার বুধবার রাতে এবং অন্যটি বৃহস্পতিবার সকালে। তিনি জানিয়েছেন, হুমকি ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। কামারহাটি কাণ্ড নিয়ে মুখ খোলায় হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। 

কী বলা হয়েছে? 
মদন মিত্রের দাবি, তাঁর কাছে যে হুমকি ফোনটি এসেছিল সেখানে তাঁকে বলা হয়েছে, " তুই বাঁচবি না। কামারহাটি কাণ্ড নিয়ে মুখ খুলেছিস। তোকে গুলি করে দেব। গুলি খাওয়ার জন্য প্রস্তুত হ।"

তৃণমূল কংগ্রেস বিধায়কের দাবি, পরিষ্কার বাংলায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ভিন রাজ্য থেকে তাঁর কাছে ওই ফোন কল আসেনি বলেও জানিয়েছেন তিনি। এর আগে মঙ্গলবার হুমকি ফোন পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। সেই প্রসঙ্গেও মুখ খুলে মদন মিত্র বলেন, সৌগত রায়কেও ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। সেকারণে লোকেশন  ট্র্যাক করারও আবেদন করেন তিনি। 

উল্লেখ্য, কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যায়, আড়িয়াদহের তৃণমূল নেতা জয়ন্ত সিংয়ের দলবল একজনকে চ্যাংদোলা করে মারধর করছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। ওই ঘটনার পরেই গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। 

Madan mita

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি