নবম-দশমে অযোগ্য বলে বিবেচিত ৬১৮ জন শিক্ষককে আর স্কুলে যেতে হবে না। শুক্রবার একথা জানিয়েদিল মধ্যশিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ বলেও দাবি করল পর্ষদ। গত বুধবার এই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখে। ফলে ওই দিনই কার্যত পরিস্কার হয়ে যায় ওই ৬১৮ জনের চাকরি বাতিল নিশ্চিত। এদিন তাতেই সরকারি সিলমোহর বসাল মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
এই মামলায় এর আগে ৮০৫ জনকে অযোগ্য বলেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রথম এই মামলায় উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখান ফের এই মামলা যায় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। অভিযোগকারীদের সব দাবি খতিয়ে দেখে ৬১৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু।
তাঁর এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হয়। যা গত বুধবার কার্যত খারিজ হয়ে গিয়েছিল। আদালতের নির্দেশ মেনেই শুক্রবার ওই নবম-দশমে নিয়োগ হওয়া ৬১৮ জনের চাকরি বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ।