মাধ্যমিকের (Madhyamik Exam) প্রথম ভাষার পরীক্ষা নির্বিঘ্নে মিটেছে। তবে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। মালদহে তৃণমূল শিক্ষা সেলের এক নেতা এই কাজ করেছেন বলে অভিযোগ। রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, সস্তার রাজনীতি করছেন সুকান্ত। দাবি রাজ্য সম্পাদক কুণাল ঘোষের।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটে লেখেন, সকাল থেকেই মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিনা স্পষ্ট হয়ে যাবে। অভিযোগ করেছেন, এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যও (Srijan Bhattacharya) ফেসবুকে অভিযোগ করেন, মাধ্যমিকে ইংরেজি প্রশ্নপত্র কি ফাঁস হল! দ্রুত খোলসা করুক পর্ষদ। এসবের মধ্যেও কুন্তল, তাপস, মানিক লুকিয়ে নেই তো!
আরও পড়ুন: দমদম ক্যান্টনমেন্টে কোচিং সেন্টারের খোঁজ, অঙ্কের স্যার ছিলেন গোপাল দলপতি
সুকান্তের দাবি মানতে চায়নি নারাজ তৃণমূল। রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানান, দায়িত্বশীল কোনও নেতার সস্তার প্রচারের জন্য ছাত্রছাত্রীদের মানসিকতা নিয়ে ছেলেখেলার কোনও মানে নেই। দায়িত্বশীল কোনও নেতার সস্তার প্রচারের জন্য ছাত্রছাত্রীদের মানসিকতা নিয়ে ছেলেখেলার কোনও মানে নেই।