আগামী ২মে মাধ্যমিকের ফলপ্রকাশ। ওইদিন সকাল ৯টায় ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটে ফলাফল জানা জেবে ৯.৪৫ মিনিটে।
কোন ওয়েবসাইটে ফল জানা যাবে?
wbresults.nic.in, www.exametc.com এবং www.results.shiksha এই তিন ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিকের ফল জানা যাবে। এছাড়াও অ্যাপের মাধ্যমে মাধ্যমিকের ফল জানতে Google প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে Exametc.com অথবা Madhyamik Result অ্যাপ। এরপর ফলাফল দেখার জন্য ওই অ্যাপে ঢুকে রোল নম্বর এবং জন্ম তারিখ লিখলেই ফল জানা যাবে।
আরও পড়ুন - বুধেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট মিলবে কবে?