রাজ্য মাধ্যমিকে ফল ১৯ মে। বুধবার টুইট করে একথা জানালেন রাজ্যের শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই ব্যাপারে সব প্রস্তুতি নেওয়া আছে। টুইটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ওইদিন সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে। আগামী ১০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। মঙ্গলবার এই ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
এই বছরের ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিকের পরীক্ষা। শেষ হয়েছে চার মার্চ। মে মাসেই মাধ্যমিকের ফল প্রকাশের কথা আগেই জানিয়েছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেই মতো পর্ষদ যে প্রস্তুতি নিচ্ছে, তাও দাবি করেছিলেন তিনি।
করোনা পরবর্তী সময়ে এই বছরের মাধ্যমিকে প্রায় আড়াই লক্ষ কম পড়ুয়া পরীক্ষা দেন। ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগও তোলা হয়। সেই সব অধ্যায় অতীত করে আগামী শুক্রবার ১৯ মে প্রকাশিত হতে চলেছে রাজ্য মাধ্যমিকের ফল।