মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে দোলের দিন রং লাগানো নিয়ে বচসা। তারপরই এক বন্ধু গুলি চালিয়ে দেয় আরেক বন্ধুর ওপর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই গুলিবিদ্ধ বন্ধুকে 'মৃত' বলে ঘোষণা করেন। শুক্রবার রিজেন্ট পার্কের (Regent park murder) এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল মহানগর জুড়ে। শনিবারই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুজিত মল্লিক। ফলতা থেকে গ্রেফতার করা হয় তাকে (Regent park murder acuused arrested)।
আরও পড়ুন: সোমবার থেকে কলকাতায় ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ, বন্ধ কোভ্যাক্সিন; জানালেন ফিরহাদ
অভিযোগ, শুক্রবার রিজেন্ট পার্ক থানা (Regent park police station) এলাকার নতুনপল্লি হরিতকিতলায় বাড়িতে বসে খাবার খাচ্ছিলেন দিলীপ চৌহান। রং খেলার পর খাওয়াদাওয়ার আসরে নেশার পানীয়ও ছিল। সেই সময়ই আচমকা ওই বাড়িতে হাজির হন সুজিত মল্লিক। অভিযোগ ওঠে, এর আগে দিলীপ সুজিতের বাড়িতে গিয়েছিলেন। সেখানে সুজিতের স্ত্রীকে রং মাখান তিনি। এরপরই সুজিত দিলীপের বাড়িতে এসে গুলি (Regent park murder) চালায়।
সূত্রের খবর, জোকায় শেষবার সুজিতের মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া গিয়েছিল। সেটা দেখেই তদন্তকারীরা বুঝে যান, দক্ষিণ ২৪ পরগনায় ঢুকেছেন অভিযুক্ত (Regent park murder accused arrested)। এরপরই লালবাজারের গুন্ডাদমন শাখা এবং রিজেন্ট পার্ক পুলিশ দক্ষিণ ২৪ পরগনায় যৌথ অভিযান চালায়। তাতেই আসে সাফল্য।