অশিতিপর হাওড়া ব্রিজের এবার স্বাস্থ্য পরীক্ষা। তা-ও আবার বিশ বছর পর। এমনটাই জানিয়েছে এই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কলকাতা বন্দর। কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান রথেন্দ্র রমন জানিয়েছেন, বর্ষা কেটে গেলেই হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু হবে। এই সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে আইআইটি-চেন্নাইকে। তারা সমীক্ষা করে সেতুর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট দেওয়ার পরই পরবর্তী পর্বে এগনো হবে।
হাওড়া ব্রিজের পাশাপাশি ওই একই সময়ে মেরামত করা হতে পারে খিদিরপুরের বাসকুল সেতুকেও। বন্দর সূত্রে খবর, সেতুর স্বাস্থ্যপরীক্ষার কাজ হয়েছিল প্রায় ছ’বছর ধরে, ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত। তারপর মেরামতির কাজ শেষ করতে সময় লেগেছিল আরও সাত থেকে আট বছর।
কলকাতা ও হাওড়াকে যোগ করে এই সেতু। তাই এই সেতুকে কীভাবে বন্ধ রেখে মেরামত করা সম্ভব, তা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে কথা বলবে বন্দর কর্তৃপক্ষ।