নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ। অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি জানিয়েছেন, নোটিস দেওয়ার নাম করে অভিষেকের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। মমতার অভিযোগ, পরিস্কার বলা হয়েছিল, হাজিরা না দিলে দেখে নেওয়া হবে। মূলত কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হতেই মঙ্গলবার কলকাতায় এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন মান। তাঁদের পাশে বসিয়েই বিজেপি এবং সিবিআইকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
গত ২০ মে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ১০ ঘণ্টা তাঁকে জেরা করেছিল সিবিআই। জেরা শেষে বাইরে বেরিয়ে অভিষেক দাবি করেছিলেন, নির্যাস অশ্বডিম্ব। একই অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রীও। নবান্নে তিনি জানিয়েছেন, বাংলায় অভিষেকের জনপ্রিয়তায় ভিত বিজেপি নেতারা। তাই নবজোয়ার যাত্রা ভেস্তে দিতেই সিবিআই তলব।
নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে বসেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, দিল্লি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। তাই নানা ভাবে তাঁদের নেতাদের হেনস্থা করা হচ্ছে।