বাংলার বিনিয়োগে সবাইকে স্বাগত। উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরে ফের টাটা প্রসঙ্গে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার জানবাজারে কালী পুজোর উদ্বোধনে গিয়ে তিনি ফের অভিযোগ করেন, সিঙ্গুরে কৃষকদের জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। নাম না করে এদিনও তিনি সিপিএমের সমালোচনা করলেন তিনি। একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি জানান, রাজ্য়ে টাটারা কী ভাবে কাজ করছেন, তা দেখতে গেল খড়গপুর যেতে হবে। একইসঙ্গে এদিনও রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এমনকী, গত ১১ বছরে কলকাতাও অনেকটা এগিয়ে গিয়েছে বলেও দাবি তৃণমূল নেত্রীর। বউবাজারের ঘটনা নিয়ে এদিনও রেলকে বিঁধলেন তিনি।
বৃহস্পতিবার থেকে কার্যত কলকাতায় শুরু হয়ে গেল আলোর উৎসব। এদিনই উত্তরবঙ্গ থেকে ফিরে জানবাজারে কালীপুজোর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী মঞ্চেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়েদেন, কালীপুজোতে যদি সম্প্রীতি নষ্ঠের চেষ্টা করা হয়, তা হলে রাজ্য সরকার তা রেয়াত করবে না। একইসঙ্গে কালীপুজোর আবহাওয়াকে মাথায় রেখে শহরবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাজি ফাটানো নিয়েও পুলিশকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।
উত্তরবঙ্গে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সৌরভ প্রসঙ্গে অনুরোধ করেছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু সৌরভকে আইসিসিতে পাঠানো হচ্ছে না। এই খবর পাওয়ার পর জানবাজারে দাঁড়িয়েই নিজের ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, সব বিষয়ে রাজনীতি করার।